মুশফিকের প্রথম দর্শন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টুয়েন্টি ক্রিকেটে একই ইনিংসে দুটো সেঞ্চুরি আগে কখনোই দেখেননি চিটাগং ভাইকিংস দলপতি মুশফিকুর রহিম। রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং রাইলি রুশোর দারুণ এই কৃতিত্বে বিস্ময় প্রকাশ করেন তিনি।
ম্যাচটিতে হেলসের একশ রান এবং রুশোর অপরাজিত একশ রানের কাছে এদিনে চিটাগং ভাইকিংস অসহায় আত্মসমর্পণ করেছে। টেবিলের শীর্ষে থাকা দলটি হেরেছে ৭২ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ শেষে মুশফিক জানান,

'ক্যারিয়ারে আমি প্রথমবার দেখলাম টি-টুয়েন্টিতে একই ইনিংসে দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করলো। আমাদের বোলাররা আজ তাঁদের সামর্থ্য অনুযায়ী ভালো বল করেনি।'
একইসঙ্গে আসরে নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 'আমাদের এখনও কয়েকটি ম্যাচ বাকী আছে। আশা করি আমরা আগামী ম্যাচেই জিতব।'
উল্লেখ্য, মুশফিক প্রথমবার দেখলেও টি-টুয়েন্টি ক্রিকেটের আঙিনায় একই ইনিংসে দুটো সেঞ্চুরি হয়েছে মাত্র তিনবার। সর্বপ্রথম ২০১১ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে এমন ঘটনা দেখা যায়।
মিডলসেক্সের বিপক্ষে গ্লাউচেস্টারশায়ারের হয়ে খেলতে নামা দুই ওপেনার কেভিন ও'ব্রায়ান (৫২ বলে ১১৯) এবং হামিশ মার্শাল (৫৪ বলে ১০২) দুজনই সেঞ্চুরি করেছিলেন।
এরপরে ২০১৬ সালের আইপিএলে ঐ আসরের ফ্র্যাঞ্চাইজি দল গুজরাট লায়ন্সের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভিরাট কোহলি (৫৫ বলে ১০৯) এবং এবি ডি ভিলিয়ার্স (৫২ বলে ১২৯)।