দিনের দুই সেরাঃ হেলস ও রুশো

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম দিন নিজেদের করে নিয়েছেন রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং রাইলি রুশো।
দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের শীর্ষে থাকা চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই দুজন ব্যাটসম্যান। দুজনেই করেছেন সমান একশ রান।

ইংলিশ তারকা হেলস একশ করেছেন ১১টি চার ও পাঁচটি ছয়ের সহায়তায়, ৪৮ বলে। সাথে প্রোটিয়া ব্যাটসম্যান রুশো একশ করেছেন আটটি চার ও ছয়টি ছয়ের সহায়তায়, ৫১ বলে। হেলস ফিরলেও রুশো ছিলেন অপরাজিত।
এই দুজন ব্যাটসম্যানের নৈপুণ্যে মুশফিকুর রহিমের ভাইকিংসকে ৭২ রানে হারিয়েছে রংপুর। দলটি এদিনে করেছে চার উইকেটে ২৩৯ রান, যা বিপিএল ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এছাড়া টি-টুয়েন্টি ক্রিকেটে একই ইনিংসে দুটো সেঞ্চুরির বিরল কৃতিত্বও সম্পাদন করেছেন এই দুজন, যা বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো।
সব মিলিয়ে বিপিএলের শুক্রবারের সেরা পারফর্মার যৌথভাবে হেলস এবং রুশো।