রংপুরের ব্যাটিং লাইনআপ ব্যাঙ্গালুরুর মতোঃ মুডি

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো এবং এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে গড়া রংপুর রাইডার্সের এবারের ব্যাটিং লাইনআপকে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে তুলনা করেছেন রংপুরের কোচ টম মুডি।
আইপিএলে বেশ কয়েকবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে একই সাথে খেলেছেন গেইল-ভিলিয়ার্স। এদের সঙ্গে খেলেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিও। এই ত্রয়ীর ব্যাটিং ঝড় অসংখ্যবার দেখা গিয়েছে আইপিএলে।

শুক্রবারের ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেলস-রুশোর জোড়া সেঞ্চুরিতে চার উইকেটে ২৩৯ রান করেছে রংপুর। এদিনে ম্যাচের মাঝখানে ধারাভাষ্যকারদের টম মুডি জানান,
'এটা আসরের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ। গত আসরে ব্যাটিং অর্ডারে শক্তি কিছুটা কম থাকলেও এবার ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। এটা অনেকটা আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো।'
তারকা সমৃদ্ধ দলটিকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত অনুভব করছেন মুডি। তারকাদের কাছ থেকে দলের স্থানীয় ক্রিকেটাররা অনেক কিছু শিখছে দাবি করে তিনি জানান,
'তাঁরা সবাই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে আসছে। সবাই জানে কখন কি করতে হবে। তাঁদের সাথে খেলাটা স্থানীয় ক্রিকেটারদের জন্যেও ভাগ্যের।
'এমনকি আমি তাঁদের কোচিং করাতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল এবং অ্যালেক্স হেলস- এরা সবাই আন্তর্জাতিক মানের তারকা, এদের থেকে স্থানীয়রা নিয়মিতই শিখছে।'