কোহলি-ভিলিয়ার্সের পর হেলস-রুশো

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টুয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে দুই সেঞ্চুরির ঘটনা খুব কমই আছে। এবার সেই বিরল তালিকায় প্রবেশ করলো রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং রাইলি রুশোর নাম।
টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগে মোট দুইবার একই ইনিংসে দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন। প্রথমবার এমন হয়েছিল ২০১১ সালে, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে।

গ্লাউচেস্টারশায়ারের দুই ওপেনার কেভিন ও'ব্রায়ান (৫২ বলে ১১৯) এবং হামিশ মার্শাল (৫৪ বলে ১০২) দুজনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মিডলসেক্সের বিপক্ষে। এই দুজনের সেঞ্চুরিতে ২৫৪ রান করে জিতে গ্লাউচেস্টারশায়ার।
এরপরে ২০১৬ সালের আইপিএলে সর্বশেষ হয়েছিল এমনটা। ঐ আসরের ফ্র্যাঞ্চাইজি গুজরাট লায়ন্সের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স।
সেই ইনিংসে কোহলি করেছিলেন ৫৫ বলে পাঁচটি চার ও আটটি ছক্কায় ১০৯ রান। সঙ্গী ডি ভিলিয়ার্স করেছিলেন ৫২ বলে দশটি চার ও ১২টি ছক্কায় ১২৯ রান। দুজনের সেঞ্চুরিতে ২৪৮ রান করে জিতে ব্যাঙ্গালুরু।
উল্লেখ্য, হেলস-রুশোর জোড়া সেঞ্চুরিতে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানও পেয়েছে রংপুর। চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর করেছে চার উইকেটে ২৩৯ রান।
দুজনই করেছেন সমান একশ রান। হেলস খেলেছেন ৪৮ বল (১১টি চার ও পাঁচটি ছয়) এবং রুশো খেলেছেন ৫১ বল (আটটি চার ও ছয়টি ছয়)।