বিপিএলে দলীয় সর্বোচ্চের চূড়ায় রংপুর

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে রংপুর রাইডার্স। শুক্রবার দিন চিটাগং ভাইকিংসের বিপক্ষে তাঁরা করেছে চার উইকেটে ২৩৯ রান, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এর আগের দলীয় সর্বোচ্চ রান ছিল চার উইকেটে ২১৭। ২০১৩ সালের বিপিএলে এই সংগ্রহ করেছিলো তখনকার বিপিএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্লাডিয়েটর্স।

এবার সেই রেকর্ড ভেঙেছে রংপুর রাইডার্স। এদিনে সেঞ্চুরি পেয়েছে রংপুরের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং রাইলি রুশো। তাঁদের সেঞ্চুরিতেই বিশাল সংগ্রহ পেয়েছে ঢাকা।
বর্তমান দলীয় সর্বোচ্চ সংগ্রহের তালিকার তৃতীয়তে আছে চিটাগং ভাইকিংসের করা চার উইকেটে ২১৪ রান। চলতি বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে এই সংগ্রহ করেছিলো চিটাগং।
তালিকায় চতুর্থ স্থানে আছে দুরন্ত রাজশাহীর নাম। ২০১৩ সালে এই দলটি বরিশাল বার্নারসের বিপক্ষে ছয় উইকেটে ২১৩ রান করেছিলো। এরপরে তালিকার পঞ্চম স্থানে আছে খুলনা টাইটান্সের নাম।
২০১৭ সালের বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেটে ২১৩ রান করেছিলো তাঁরা। সবগুলো রেকর্ডই হয়েছে ম্যাচের প্রথম ইনিংসে।