promotional_ad

স্থানীয় অধিনায়ক 'তত্ত্বে' সফল সিক্সার্সরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 


|| ডেস্ক রিপোর্ট ||


টানা তিনটি ম্যাচে পরাজয়ের পর অবশেষে রাজশাহী কিংসের বিপক্ষে ৭৬ রানের বড় জয় পেয়েছে সিলেট সিক্সার্স। এই ম্যাচে সোহেল তানভিরের পরিবর্তে সিক্সার্সদের অধিনায়কত্ব করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় অলোক কাপালি। 


ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দলটির নিয়মিত অধিনায়ক তানভির জানিয়েছেন পরাজয়ের বৃত্তে থাকা সিলেটকে জয়ের ধারায় ফিরিয়ে আনতেই কাপালির কাঁধে অধিনায়কত্ব তুলে দেয়া হয়েছিলো। আর এই উদ্দেশ্যে ভালোই সফল হয়েছে সিক্সার্সরা। ১৭ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরষ্কার জেতা তানভির বলেছেন, 



promotional_ad

'একজন পেশাদার ক্রিকেটার হিসেবে দলের প্রয়োজনে সবকিছুই করতে হয় আমাদের। আমরা আজ ঠিক করেছিলাম স্থানীয় ক্রিকেটারকে দিয়ে অধিনায়কত্ব করানোর কেননা আমরা জিততে পারছিলাম না। আমাদের এই সিদ্ধান্ত কাজে এসেছে।'


রাজশাহীর বিপক্ষে এই ম্যাচটিতে বল হাতে ভালো করার পাশাপাশি ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছিলেন তিনি পারফর্ম করার।


এই জয়ের পেছনে দলের দুই পেসার এবাদত হোসেন এবং তাসকিন আহমেদকেও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। কেননা ৩ ওভার বোলিং করে উইকেট শুন্য থাকলেও মাত্র ১৮ রান দিয়েছিলেন এবাদত। অপরদিকে তাসকিন ২০ রান খরচায় তুলে নিয়েছিলেন ২টি উইকেট। তানভিরের ভাষ্যমতে,   


'আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ব্যাট এবং বলে ভালো করতে। আমি সর্বদা বিশ্বাস করি যে আমরা যদি পাওয়ারপ্লেতে ভালো করতে পারি তাহলে দলের ভালো সুযোগ থাকে জেতার। ছেলেরা দারুণ বল করেছে। এবাদত ভালো বোলিং করেছে, এটি তাঁর প্রথম ম্যাচ ছিলো, তবে সে আসলেই অনেক দারুণ বোলিং করেছে। তাসকিন, নাওয়াজও দারুণ করেছে এবং পরিশেষে আমরা জিততে পেরেছি।'



উল্লেখ্য এই প্রথমবারের মতো চলতি বিপিএলে কোনও স্থানীয় ক্রিকেটারকে দিয়ে অধিনায়কত্ব করালো সিলেট সিক্সার্স। আর এই বাজিতে সফলতাও অর্জন করলো তারা। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে দলটি। প্লে অফে খেলতে হলে বাকি দুই ম্যাচেও জয় পেতে হবে তাদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball