টিকে থাকার লড়াইয়ে নামছে খুলনা-সিলেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিপিএল আসরে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটান্স। টুর্নামেন্টের ২৮তম সেই ম্যাচটিতে ২২ রানের ব্যবধানে জয় পেয়েছিলো মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।
সেই জয়ের স্মৃতি নিয়ে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দেড়টায় আবারও সিলেটের বিপক্ষে খেলতে নামবে টাইটান্সরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে অবশ্য দুই দলই থাকছে নাজুক অবস্থায়। কেননা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রায় দোরগোড়ায় অবস্থান করছে তারা।
এখন পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে খুলনা। আগামীকালের ম্যাচটি সহ হাতে আর মাত্র ৩টি খেলা রয়েছে তাদের। ফলে শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা এখনও বজায় আছে দলটির। এক্ষেত্রে কালকের ম্যাচটিতে জয়ের পাশাপাশি অন্যান্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে রিয়াদ বাহিনীকে।
অপরদিকে রাজশাহী কিংসের বিপক্ষে আজকের ম্যাচটিতে ৭৬ রানের বড় ব্যবধানে জয়ের পর প্লে অফে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে সিলেট সিক্সার্স। বর্তমানে খুলনাকে টপকে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে তারা। তবে প্লে অফে খেলতে হলে বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে তাদেরকেও। একই সাথে রান রেট বৃদ্ধি করার দিকেও গুরুত্ব দিতে হবে সোহেল তানভিরের নেতৃত্বাধীন দলটিকে।
অবশ্য আগামীকালের ম্যাচটিতে জয় পাওয়া যে মোটেই সহজ হবে না সিলেটের পক্ষে তা বলাই বাহুল্য। কারণ একে তো টেবিলের তলানিতে তাদের অবস্থান তার ওপর দেশে ফিরে গিয়েছেন দলটির দুই তারকা বিদেশি ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে এবং ডেভিড ওয়ার্নার। তবে এরপরেও সর্বোচ্চ শক্তি দিয়েই খেলতে চাইবে তারা।

সিলেটের প্রতিপক্ষ খুলনা অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে আগামীকাল। কারণ সর্বশেষ ম্যাচে যে এই সিলেটের বিপক্ষেই জয়ের মুখ দেখেছিলো তারা। তার ওপর দলটির টপ অর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও আছেন ভালো ফর্মে।
নজর থাকবে যাদের ওপরঃ
ব্র্যান্ডন টেইলরঃ (খুলনা টাইটান্স)
সিলেটের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন খুলনা টাইটান্সের জিম্বাবুইয়ান রিক্রুট ব্র্যান্ডন টেইলর। মাত্র ৩১ বলে ২টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
তাঁর এই রানের সুবাদে প্রথমে ব্যাটিং করে ১৭০ রানের বড় পুঁজি পেয়েছিলো খুলনা। রংপুর রাইডার্সের বিপক্ষে তার আগের ম্যাচেও উজ্জ্বল ছিলেন তিন ম্যাচ খেলা টেইলর। ২০ বলে ৩২ রানের ইনিংস এসেছিলো তাঁর ব্যাট থেকে। আগামীকালের ম্যাচেও জিম্বাবুইয়ান এই হার্ডহিটারের ব্যাটে তাকিয়ে থাকবে খুলনা টাইটান্স।
সাব্বির রহমানঃ (সিলেট সিক্সার্স)
প্রথম ছয় ম্যাচে ব্যাট হাতে নিস্প্রভ ছিলেন সিলেট সিক্সার্সের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। এরপর রংপুরের বিপক্ষে ২১তম ম্যাচে এসে দারুণভাবে জ্বলে উঠতে সক্ষম হন তিনি। খেলেন ৬টি ছয় এবং ৫টি চারের সাহায্যে মাত্র ৫১ বলে ৮৫ রানের বিধ্বংসী একটি ইনিংস।
অবশ্য খুলনার বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ১৩ রান করে আউট হতে হয়েছিলো তাঁকে। এরপর রাজশাহীর বিপক্ষে আজ ১ রান করে ফিরেছেন তিনি। তবে আগামীকাল খুলনার মুখোমুখি হয়ে আবারো নিজেকে প্রমাণ করতে মাঠে নামবেন সাব্বির বলে ধারণা করা যাচ্ছে।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্র্যান্ডন টেইলর, পল স্টার্লিং, ডেভিড উইজ।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ
লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।