'এক্স ফ্যাক্টর' বোলারের খোঁজে দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বিশ্বকাপের আসরে ডেল স্টেইন, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিদির সাথে আরও একজন 'এক্স ফ্যাক্টর' পেসার খেলানোর কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা।
এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগামী ৩০শে মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রোটিয়া অধিনায়ক বলেছেন,

'এই তিন ক্রিকেটার ইংল্যান্ডে যাবে এবং খেলবে। তবে আমাদের আরও একজন পেসার প্রয়োজন। যদি কেউ ইনজুরিতে পরে তাহলে বিকল্প চিন্তা করতে হবে আমাদের। আমাদের দলের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই বোলার বোলিং আক্রমণে দলের চাবিকাঠি হবে।'
স্টেইন, রাবাদা এবং এনগিদির সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ নেই ডু প্লেসিসের। তাদের সমন্বয়ে গঠিত সবথেকে শক্তিশালী একাদশ নিয়ে বিশ্বকাপে খেলতে পারবে দক্ষিণ আফ্রিকা, বিশ্বাস প্রোটিয়া অধিনায়কের। ডু প্লেসিসের ভাষ্যমতে,
'এই তিনজন এমন বোলার যারা উইকেট শিকার করতে সক্ষম। আমরা মনে করি আমাদের দল ভালো অবস্থানে আছে এবং সবথেকে শক্তিশালী একাদশই খেলাতে পারবো বিশ্বকাপে।'
উল্লেখ্য ইংল্যান্ডের কন্ডিশনে রাবাদা, স্টেইন ও এনগিদির মতো পেসাররা যে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত ৫৯টি ওয়ানডেতে মাত্র ৪.৯৯ ইকোনমি রেটে ৯৫ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার কাগিসো রাবাদা।
অপরদিকে ৫.৫৬ ইকোনমিতে ১৩ ওয়ানডেতে ২৬ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী লুঙ্গি এনগিদি। আর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ পেস তারকা ডেল স্টেইন এখন পর্যন্ত খেলেছেন ১২১টি ওয়ানডে। যেখানে তাঁর শিকার ৪.৮৭ রেটে ১৯২টি উইকেট। অতি শীঘ্রই ২০০ উইকেটের মাইলফলকে নাম লেখাবেন তিনি বলে ধারণা করা যাচ্ছে।