সরফরাজকে ক্ষমা করেছে দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্ণবাদী আচরণের পরেও দক্ষিণ আফ্রিকা দলের ক্ষমা পাচ্ছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। অ্যান্ডিল ফেহলুকায়ো নিয়ে করা সরফরাজের আচরণ প্রসঙ্গে মুখ খুলেছেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস।
সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরুর আগের দিন (বৃহস্পতিবার) অনুশীলন শেষে মিডিয়ার সামনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানিয়েছেন,
'আমরা তাঁকে ক্ষমা করে দিয়েছি কেননা সে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ঘটনার সমস্ত দায়ভারও সে নিয়েছে। এই বিষয়ে আইসিসি দেখবে, আমরা আর কিছুই বলব না।'

উল্লেখ, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফ্রিকার হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন ফেহলুকায়ো। অর্ধশতক হাঁকানোর সময় এই বাঁহাতি ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন সরফরাজ।
স্ট্যাম্পের পেছনে থাকা সরফরাজের কথা স্পষ্ট শোনা যায় স্ট্যাম্পের মাইকে। এজন্য অবশ্য ক্ষমা চেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। নিজের টুইটারের পাতায় সরফরাজ লিখেছিলেন,
'স্ট্যাম্প মাইকে যেসব কথা ধরা পড়েছে, সেটায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। কাউকে উদ্দেশ্য করে আমি ওটা বলিনি, কাউকে কষ্ট দিতে চাইনি। যা বলেছি সেটা আসলে বুঝাতে চাইনি। আমি সবসময়ই প্রতিপক্ষের ক্রিকেটারদের সম্মান করেছি, ভবিষ্যতেও করে যাবো।'
সরফরাজের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠে ক্রিকেট বিশ্বে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে, এমন ইস্যুতে।
'স্ট্যাম্প মাইকে তাঁর যেসব কথা ধরা পড়েছে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই বিষয়ে পিসিবি কোনো ছাড় দেবে না।'