নিউজিল্যান্ড সিরিজেই ফিরছেন পান্ডিয়া?

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া আর লোকেশ রাহুলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে তুলে নিয়েছে সুপ্রীম কোর্ট নিয়োগকৃত প্রশাসকদের কমিটি (সিওএ)।
ফলে দুজনেই ফিরতে পারছেন ক্রিকেটে। এমনকি অলরাউন্ডার পান্ডিয়াকে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও। এমন সংবাদ প্রকাশ করছে ক্রিকইনফো।

বৃহস্পতিবার দিন দুইজনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর নাকি দলে পান্ডিয়ার অন্তর্ভুক্তি নিয়ে কথা হয়েছে ভারতীয় নির্বাচকদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেই পান্ডিয়া যোগ দিবেন, এমন কথাও শোনা যাচ্ছে ভারতীয় মিডিয়ায়। যদিও পুরো বিষয়টি এখনও গুঞ্জন।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের একটি টক শো'তে নারী বিদ্বেষী মন্তব্য করেন হার্ডিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল। তাঁদের মন্তব্যের পরেই ফুঁসে উঠে পুরো ভারত।
অবস্থা বেগতিক হওয়ায় তাৎক্ষনিকভাবে নিষিদ্ধ করা হয় এই দুই ভারতীয় ক্রিকেটারকে। একইসঙ্গে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরিয়ে আনা হয় এই দুজনকে।