promotional_ad

দ্বিতীয় লেগে মুখোমুখি মুশফিক-মাশরাফি

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুক্রবার সন্ধ্যার খেলায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস এবং রংপুর রাইডার্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাত টায় শুরু হবে ম্যাচটি।


চট্টগ্রামে 'স্বাগতিক' তকমা নিয়ে নামার আগেই বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। সাত ম্যাচে ছয়টি জয় নিয়ে মানসিকভাবে দারুণ স্বাচ্ছন্দ্যে আছে তাঁরা।


অপরদিকে চারটি জয় এবং চারটি হার নিয়ে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের অবস্থান পয়েন্ট তালিকার চার নম্বরে। একই সংখ্যক জয় হার নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রাজশাহী কিংস থাকায় বাড়তি দুশ্চিন্তা আছে মাশরাফি বাহিনীর।



promotional_ad

এদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম মোকাবেলায়ও মুশফিকের দলের কাছে হেরেছে মাশরাফি বাহিনী। এই ম্যাচে তাই জয় ছাড়া কিছুই ভাবতে চাইবেন না রংপুর অধিনায়ক।


নজর থাকবে যাদের ওপরঃ-


মুশফিকুর রহিমঃ- আসরে এক কথায় অনবদ্য মুশফিকুর রহিমের পারফর্মেন্স। ব্যাট হাতে ইতিমধ্যেই সর্বোচ্চ রান তালিকার শীর্ষ দুইয়ে পৌঁছেছেন তিনি। প্রশংসা পেয়েছে তাঁর চৌকস অধিনায়কত্বও।


এবি ডি ভিলিয়ার্সঃ- এবি ডি ভিলিয়ার্স রাইডার্স শিবিরে যোগ দেওয়ার পরই জয়ের দেখা পেয়েছে রংপুর। রংপুরের প্লে অফ নিশ্চিত করতে তাই ভিলিয়ার্সের ব্যাটেই চেয়ে থাকবে দল। 



রংপুর রাইডার্স স্কোয়াডঃ- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন এনি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শেলডন কটরেল ও শন উইলিয়ামস।


চিটাগং ভাইকিংস স্কোয়াডঃ- মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball