ব্রিসবেনে অস্ট্রেলিয়ানদের আধিপত্য

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ব্রিসবেনে শ্রীলংকার বিপক্ষে দিবারাত্রির টেস্টের প্রথম দিনটি ছিল অস্ট্রেলিয়ার বোলারদের। সফরকারী শ্রীলংকার ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছে স্বাগতিক দলের বোলাররা। ঝেই রিচার্ডসন এবং প্যাট কামিন্সের বোলিং তোপে শ্রীলংকা প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছে মাত্র ১৪৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। দ্বিতীয় দিন ৭২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলংকার অধিনায়ক দীনেশ চান্দিমাল। অধিনায়কের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেছিলেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে।
স্কোরবোর্ডে দুজন মিলে ২৬ রান যোগ করলেও ইনিংসের ১১তম ওভারে প্যাট কামিন্সকে উইকেট দিয়ে বসেন থিরিমান্নে। খানিক পর অধিনায়ক চান্দিমালকে ৫ রানে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম উইকেট তুলে নেন ঝেই রিচার্ডসন।

চতুর্থ উইকেট জুটিতে কুশল মেন্ডিস এবং দিমুথ করুনারত্নে মিলে হাল ধরার চেষ্টা করলেও ব্যক্তিগত ২৪ রানে করুনারত্নেকে বিদায় করেন অজি স্পিন তারকা নাথান লায়ন। এরপরই বল হাতে শ্রীলংকার ব্যাটিং লাইন আপে ধ্বস নামান অস্ট্রেলিয়ান বোলাররা।
একমাত্র নিরোশান ডিকওয়েলা ছাড়া আর কোন লঙ্কান ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বোলারদের তোপের সামনে দাঁড়াতে পারেন নি। অজি বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন তিনি।
দলীয় ১৪৪ রানের সময় ডিকওয়েলা ৬৪ রানে ফিরলে আর স্কোরবোর্ডে রান যোগ করতে পারেনি শ্রীলংকা। ১৪৪ রানেই সফরকারীদের থামিয়ে দেয় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ৪টি এবং ঝেই রিচার্ডসন ৩টি করে উইকেট শিকার করেছেন।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন দুই ওপেনার জো বার্নস এবং মার্কাস হ্যারিস। বার্নস ১৫ রান করে ফিরলেও উসমান খাওয়াজার সঙ্গে হাল ধরেন হ্যারিস।
একদম দিনের শেষ ভাগে এসে দলীয় ৭২ রানে লঙ্কান স্পিনার দিলরুয়ান পেরেরাকে উইকেট বিলিয়ে দিয়ে ফেরেন খাওয়াজা। তবে এরপর নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা নাথান লায়নকে সঙ্গে নিয়ে আর উইকেট না হারিয়ে দিন শেষ করেন মার্কাস হ্যারিস। ৪০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন এই ওপেনার।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলংকা প্রথম ইনিংসঃ ১৪৪ অল আউট (৫৬.৪ ওভার) (ডিকওয়েলা ৬৪), (প্যাট কামিন্স ৪/৩৯)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৭২/২ (২৫ ওভার) (মার্কাস হ্যারিস- ৪০) (পেরেরা ১/৪)