শীর্ষে থেকে চট্টগ্রাম যাত্রা সাকিবের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে শীর্ষে আছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। মোট ৮টি ম্যাচে ৬.৯৩ ইকোনমি রেটে সাকিবের শিকার ১৭টি উইকেট।
সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছিলেন ডাইনামাইটস দলপতি। তার আগে চিটাগাং ভাইকিংসের বিপক্ষেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ২১শে জানুয়ারি অনুষ্ঠিত সেই ম্যাচে মাত্র ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

সাকিবের পর সেরা উইকেট শিকারি বোলারদের তালিকায় দ্বিতীয়তে অবস্থান সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদের। ৮ ম্যাচে ৮.৮৫ ইকোনমি রেটে ১৬ উইকেট দখলে নিয়েছেন জাতীয় দলের এই বোলার।
খুলনা টাইটান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩৫ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়াও ৪২ রানে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন তার আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে।
তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম এবং আরাফাত সানি। রংপুরের অধিনায়ক মাশরাফি এখন পর্যন্ত ৬.৬১ ইকোনমি রেটে ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ই জানুয়ারির ম্যাচে ১১ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।
চতুর্থতে থাকা রাইডার্স পেসার শফিউলের উইকেট সংখ্যা ১৩টি। তবে ইকোনমি রেটের দিক থেকে পিছিয়ে থাকায় মাশরাফির পরে অবস্থান তাঁর। ৮.৪৮ ইকোনমি রেটে এখন পর্যন্ত বোলিং করেছেন তিনি। ১৬ই জানুয়ারি সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমে বল হাতে ৩১ রানে ৩ উইকেট শিকার করেছিলেন শফিউল।
বোলিংয়ে উজ্জ্বল পারফর্মেন্স উপহার দিয়েছেন রাজশাহী কিংসের স্পিনার আরাফাত সানিও। ৬ ইকোনমি রেটে ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি এখন পর্যন্ত। চিটাগাংয়ের মুখোমুখি হয়ে সর্বশেষ ম্যাচে ২২ রান খরচায় ৩ উইকেট তুলে নেন এই বাঁহাতি।