ক্রিকেটকে বিদায় বললেন জোহান বোথা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জোহান বোথা। বুধবার বিগ ব্যাশের ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন তিনি।
চলতি বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলছিলেন বোথা। বুধবার সিডনি সিক্সার্সের বিপক্ষে পরাজয়ের পর হুট করেই ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
হোবার্ট হ্যারিকেন্স কর্তৃপক্ষ থেকে বোথার অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, ফিটনেস ধরে রাখতে না পারার কারণেই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বোথা।

হ্যারিকেন্সের জার্সিতে এবারের আসরের সবচেয়ে ইকোনমিকাল বোলার ছিলেন বোথা। পাওয়ার প্লে এবং পাওয়ার প্লে'র বাইরে বোলিং করে ৭.৪৪ ইকোনমি রেটে ৮ উইকেট নিয়েছেন তিনি।
২০১২ সালের পর দক্ষিণ আফ্রিকার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নি বোথা। দেশের জার্সিতে ৭৮টি ওয়ানডে এবং ৪০টি টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
এছাড়া ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে প্রোটিয়াদের ২১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার ১৬টিতেই জিতেছিল আফ্রিকা।
২০১২ সালের পর অস্ট্রেলিয়ায় চলে আসেন বোথা। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলতেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে রেডব্যাগসকেও নেতৃত্ব দিয়েছেন এই প্রোটিয়া।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান এই স্পিনার। বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স, সিডনি সিক্সার্স ছাড়াও এবারের আসরে হোবার্টের হয়ে খেলেছেন তিনি।