ব্রিজটাউনে ইংলিশ পেসারদের দৌড়াত্ব

ছবি: গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজ টেস্টের প্রথম দিন শেষে কিছুটা নাজুক অবস্থার মধ্যে আছে স্বাগতিক উইন্ডিজরা। ইংলিশ বোলারদের তোপের মুখে প্রথম দিন ক্যারিবিয়ানরা ৮ উইকেটে ২৬৪ রানে খেলা শেষ করেছে। এদিন ব্রিজটাউনে ইংলিশ পেসারদের দৌড়াত্ব দেখেছে ক্রিকেট বিশ্ব।
উইন্ডিজ শিবিরে সবথেকে বেশি আতঙ্ক সৃষ্টি করেছিলেন পেস তারকা জেমস অ্যান্ডারসন। মাত্র ৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন এই পেসার। অলরাউন্ডার বেন স্টোকসও কম যাননি। ৪৭ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি।
এদিন তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ দলপতি জ্যাসন হোল্ডার। ব্যাটিং করতে নেমে মাত্র দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং অভিষিক্ত জন ক্যাম্পবেল উদ্বোধনী জুটি গড়েছিলেন ৫৩ রানের।
মইন আলির বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৪৪ রান করেন ক্যাম্পবেল। এরপর দ্বিতীয় উইকেটে ব্র্যাথওয়েট এবং শাই হোপের ব্যাটে ৭৩ রানের আরেকটি দারুণ জুটি পেয়েছিলো উইন্ডিজরা। কিন্তু ১২৬ রানের মাথায় ব্র্যাথওয়েটকে (৪০) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন বেন স্টোকস।

দীর্ঘ দুই বছর পর টেস্টে ফেরা ড্যারেন ব্রাভোও সুবিধা করতে পারেননি এদিন। ২ রান করে স্টোকসের দ্বিতীয় শিকার হতে হয়েছে তাঁকে। ১২৮ রানে ৩ উইকেট খুইয়ে ফেলা উইন্ডিজরা কিছুটা স্বস্তি পেয়েছিলো রস্টন চেজ এবং শাই হোপের ৪৬ রানের জুটিতে।
কিন্তু ৫৭ রান করা হোপকে উইকেটরক্ষক বেন ফোকসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। পরবর্তীতে পঞ্চম উইকেটে আবারও অর্ধশতকের জুটি পায় ক্যারিবিয়ানরা। চেজ এবং হেটমায়ার ৬৬ রানের জুটি গড়ে দলকে ২৪০ রান এনে দেন।
তবে স্কোরবোর্ডে আরও ২৪ রান যোগ করতেই চেজ, শেন ডওরিচ এবং জ্যাসন হোল্ডারের উইকেট তিনটি হারিয়ে অলআউটের দ্বারপ্রান্তে পৌঁছে যায় উইন্ডিজরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন তরুণ হেটমায়ার। ইংলিশ বোলারদের দারুণভাবে সামলে অর্ধশতক তুলে নেয়ার পাশাপাশি ৫৬ রানে অপরাজিত থেকে দলকে প্রথম দিন শেষ করান তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজ- (প্রথম ইনিংস) ২৬৪/৮ (৮৯.২ ওভার) (হেটমায়ার-৫৬*; অ্যান্ডারসন-৪/৩৩, স্টোকস-৩/৪৭ )
টসঃ উইন্ডিজ (ব্যাটিং)
ভেন্যুঃ কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজ