promotional_ad

প্লে অফে খেলা হয়তো সম্ভব হচ্ছে নাঃ ডেভিড ভিসে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেট সিক্সার্সের বিপক্ষে ২১ রানের জয় পেলেও প্লে অফে খেলার স্বপ্ন দেখছে না খুলনা টাইটান্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইটান্সদের প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড ভিসের বক্তব্যে উঠে এসেছে এমন আভাস। 


যদিও ৯ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠতে অবস্থান করা খুলনার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার।  এর জন্য আগামী ম্যাচগুলোতে জয়ের পাশাপাশি বাকি দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। কিন্তু ভিসে জানিয়েছেন বাকি  ম্যাচগুলো তাঁরা খেলতে চান শুধু সমর্থকদের জন্য,    



promotional_ad

'আমাদের প্লে অফে খেলা হয়তো সম্ভব হচ্ছে না। তবে এখনও কয়েকটি ম্যাচ বাকি রয়েছে এবং অনেক কিছু ভাবার আছে। আমরা সমর্থকদের জন্য ম্যাচগুলোতে ভালো করতে চাই,' বলেছেন ভিসে।  


সিক্সার্সদের হারিয়ে টানা পরাজয়ের বৃত্ত ভেঙ্গে বের হয়ে আসতে সক্ষম হয়েছে খুলনা। এই একটি জয়ই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটা। আরও ম্যাচ জিততে সক্ষম খুলনা উল্লেখ করে প্রোটিয়া অলরাউন্ডারের ভাষ্য,    


'আমার মনে হয় আমাদের একটি মোমেন্টাম দরকার ছিলো। আমরা কয়েকটি ক্লোজ ম্যাচ হেরেছি প্রথমে এবং আমাদের একটি জয় প্রয়োজন ছিলো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। আমরা জানি আমরা আরও ম্যাচ জিততে সক্ষম।'



উল্লেখ্য ২৬শে জানুয়ারি আবারও সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। এরপর ২৮ তারিখ ???ুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এবং ২রা ফেব্রুয়ারি সর্বশেষ ম্যাচে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball