প্রোটিয়া দলে ফিরলেন স্টেইন ও ডি কক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে থাকা দুই প্রোটিয়া ক্রিকেটার কুইন্টন ডি কক এবং ডেল স্টেইন ফিরেছেন সিরিজের বাকি তিন ম্যাচে। শুক্রবার সুপারস্পোর্ট পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারেন তাঁরা।
পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি টেস্ট খেলার পর ডি কক এবং স্টেইনকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। এছাড়াও নির্বাচকেরা বাঁহাতি পেসার বিউরান হেন্ডরিক্সকে অন্তর্ভুক্ত করেছেন স্কোয়াডে। ২৮ বছর বয়সী হেন্ডরিক্স এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক টি টুয়েন্টি লীগ এমজানসি সুপার লীগেও দারুণ পারফর্ম করেছিলেন জজি স্টার্সের হয়ে খেলা এই পেসার। মাত্র ১৭.১৬ গড়ে ১২ উইকেট নিয়েছিলেন তিনি। এর ফলে নির্বাচকদের সুনজরে এসেছেন হেন্ডরিক্স। শুক্রবার ওয়ানডেতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
এদিকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে ডুইয়ান অলভিয়ের, ডেন প্যাটারসন এবং হেনরিচ ক্লাসেনকে। অপরদিকে আরেক পেসার অ্যানরিচ নর্টজেকে অন্তর্ভুক্ত করার করার কথা ভাবছেন নির্বাচকেরা। গোড়ালির ইনজুরিতে পড়া ২৫ বছর বয়সী ডানহাতি এই পেসার এরই মধ্যে বেশ সুস্থ হয়ে উঠেছেন। ২৫টি লিস্ট এ ম্যাচএ ৪১ উইকেট শিকার করা নর্টজে তাই রয়েছেন জাতীয় দলের রাডারে। প্রোটিয়া নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডি বলেছেন,
'আমাদের পেস আক্রমণের গভীরতা নিয়ে আমরা সন্তুষ্ট। বিশেষ করে আপনি লুঙ্গি এনগিদির দিকে দেখেন। সে ইনজুরি থেকে ফিরে এসেছে এবং আমরা অ্যানরিচ নর্টজের প্রতিও দৃষ্টি রাখছি। একই সাথে আমরা সব অপশনই খুঁজতে চাই যেগুলো উপযুক্ত আমাদের জন্য এবং বিউরান পেস অ্যাটাকে ভেরিয়েশন আনতে পারবে।'
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড (তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম)-
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, বিউরান হেন্ডরিক্স, রিজা হেন্ডরিক্স, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দাইল ফেহলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামশি, ডেল স্টেইন, রাসি ভ্যান ডার ডুসেন।