শেষ দুই ওয়ানডেতে থাকছেন না কোহলি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে। বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। এখন পর্যন্ত অবশ্য কোহলির বদলী ঘোষণা করেনি ক্রিকেট বোর্ড। তাঁকে বিশ্রাম দেয়া প্রসঙ্গে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড,
'গত কয়েক মাসের পরিশ্রমের কথা বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাঁকে বিশ্রাম দেয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের আগে তাঁকে বিশ্রাম দেয়াটা উপযুক্ত মনে হয়েছে,' বিবৃতিতে বলেছে ভারতীয় বোর্ড।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোহলিকে ছাড়া এশিয়ার বাইরে ওয়ানডে ম্যাচে অংশ নিতে যাচ্ছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম তাঁকে ছাড়া খেলেছিলো ভারত।
আগামী বিশ্বকাপের আগে কোহলিকে চূড়ান্ত ফিট হিসেবে পেতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই তাঁর পরিশ্রম কমাতে ইচ্ছুক তারা।
এর আগে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। এরপর গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং এশিয়া কাপেও খেলেননি তিনি।
উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহলির নেতৃত্বে ৮ উইকেটের জয় পেয়েছে সফরকারী ভারত।
এরপরেই কোহলিকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এর আগে পেসার জাসপ্রিত বুমরাহকে পুরো নিউজিল্যান্ড সফর থেকেই বিশ্রাম দিয়েছিলো ক্রিকেট বোর্ড।