সূর্যের কারণে খেলা বন্ধ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সূর্যের আলোক রশ্মির কারণে আপাতত বন্ধ রয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের ইনিংস চলাকালীন সময় এমন ঘটনা ঘটে।
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান নিয়ে ক্রিজে ব্যাট করছিলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান এবং অধিনায়ক ভিরাট কোহলি। সেই সময় ব্যাটিং প্রান্তে থাকা শিখর ধাওয়ানের চোখে বার বার সূর্যের আলো পড়ছিল। যেকারণে তাকাতে সমস্যা হচ্ছিলো তাঁর।

পরবর্তীতে মাঠে উপস্থিত আম্পায়ারকে সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ করার অনুরোধ করেন ভারতের এই দুই ক্রিকেটার। সন্ধ্যা ৭ ঘটিকায় ম্যাকলেন পার্কে সূর্য এমন অবস্থায় থাকে যেকারণে মাঠে ব্যাটসম্যানের জন্য খেলা চালানো কঠিন হয়ে যায়। এই ব্যাপারে সেন্ট্রাল ডিস্ট্রিকসের প্রধান নির্বাহী জানান,
'সত্যি বলতে এখানে আমাদের কিছুই করার নেই। এবারই প্রথম নয় যে এমন হয়েছে। বাংলাদেশের বিপক্ষেও দুই বছর আগে এমন ঘটনা ঘটেছিল।
'আমরা আশা করছিলেন ইনিংস ব্রেকের সময় সূর্য অস্থ যাবে কিন্তু নিউজিল্যান্ড আগেই অল আউট হয়ে গিয়েছে। ইনিংস ব্রেকের সময় সূর্য অস্ত গেলে ৭ঃ১৫তে খেলা শুরু হলে এই সমস্যা হতো না আসলে।'
২ বছর আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এমন ঘটনা ঘটেছিল। এছাড়া চলতি বছর ১৯ জানুয়ারি ঘরোয়া টি-টুয়েন্টি লীগেও ম্যাচ চলাকালীন সময় এমন সমস্যায় পড়তে হয়েছিল।