২৫ রান কম করেও জিতেছিঃ ইমরুল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মাত্র ১৫৩ রান স্কোরবোর্ডে তুলেও ঢাকা ডায়নামাইটসের মতো শক্তিশালী দলের বিপক্ষে সাত রানে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শেষে কুমিল্লা অধিনায়ক জানালেন, অন্তত ২৫ রান কম করে ??িতেছে তাঁর দল!
মূলত ব্যাটিং বান্ধব উইকেটে মাঝারী মানের রান করে ম্যাচ জিতে যাওয়ার উচ্ছ্বাসে এমনটা জানিয়েছেন ইমরুল। একারণে নিজের বোলিং ইউনিটকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানিয়েছেন, 'দারুণ খেলা হয়েছে। আমরা সম্ভবত ২৫ রান কম করেছি, তাও জিতেছি। আমাদের বোলিং ডিপার্টমেন্ট অসম্ভব ভালো খেলেছে।'
ব্যাট হাতে ১২ বলে ২৬ রান আর বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে তিন উইকেট নিয়ে ম্যাচ জেতানো থিসারা পেরেরার কথা আলাদাভাবে বলেছেন ভিক্টোরিয়ান্স দলপতি। অনুপ্রাণিত করেছেন দলের ব্যাটসম্যানদেরও।
'শামসুর, তামিমরা দারুণ ব্যাটিং করেছে। আফ্রিদিও ভালো ব্যাটিং করেছে। পেরেরা এই ফরম্যাটে অবিশ্বাস্য একজন ক্রিকেটার। শেষ কয়েক ম্যাচে তেমন ভালো বল না করলেও এই ম্যাচে সে দুর্দান্ত বোলিং করেছে।'