জিততে কষ্ট হয়েছেঃ পেরেরা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিজের অলরাউন্ড নৈপুণ্যে জিতিয়েছেন থিসারা পেরেরা। তবে ডিউ ফ্যাক্টর বা শিশিরের কারণে ম্যাচ জেতাতে বাড়তি কষ্ট করতে হয়েছে তাঁকে, এটাও স্বীকার করলেন।
ব্যাট হাতে ১২ বলে তিন ছক্কায় ২৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন পেরেরা। তাঁর ফিনিশিংয়ে ১৫৩ রান স্কোরবোর্ডে তুলতে সমর্থ হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এরপরে বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দেন পেরেরা। তিন ওভার বল করে ১৪ রান খরচায় তুলে নিয়েছেন আন্দ্রে রাসেল, শুভাগত হোম এবং নুরুল হাসানের উইকেট।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে লঙ্কান এই অলরাউন্ডার জানিয়েছেন, 'আমি অনেক খুশি। দলের সবাইকে ধন্যবাদ জানাই। ১৫৪ রান এমন উইকেটে ডিফেন্ড করা অনেক কঠিন কাজ। আমরা কিছু ক্যাচ মিস করেছি, আবার আমরা ভালো কিছু ক্যাচ লুফে নিয়েছি।
'শিশিরের কারণে বল গ্রিপ করা কঠিন হয়ে যাচ্ছিলো। আমি হার্ড লেন্থে বল করার চেষ্টা করছিলাম, কেননা ইয়র্কার লেন্থে বল করা সহজ ছিল না, বল গ্রিপ করা যাচ্ছিলো না। জিততে কষ্ট হয়েছে।'