দিনের সেরাঃ ফরহাদ রেজা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) মঙ্গলবার দুপুরের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রংপুর রাইডার্সের ফরহাদ রেজা। দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
খুলনা টাইটান্সের বিপক্ষে ৩২ রান খরচায় চার উইকেট নিয়েছেন তিনি। তাঁর শিকারে পরিণত হয়েছেন জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আরিফুল হক।

দলের যখন দরকার তখনই ব্রেক থ্রু এনে দিতে সমর্থ হন এই অলরাউন্ডার। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাদে রংপুরের অন্যান্য বোলারদের ইকোনমি রেট ছিল আটের ওপর।
সেখানে বরাবর আট ইকোনমি রেটেই বোলিং করেছেন ফরহাদ রেজা। দুর্দান্ত পারফর্মেন্সের কারণে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন জাতীয় দলের একসময়কার এই পরিচিত মুখ।
একই ম্যাচে ব্যাটিং বান্ধব উইকেটে ফিফটি পেয়েছেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল এবং অ্যালেক্স হেলস। এছাড়া দিনের আরেক ম্যাচে কুমিল্লার বিপক্ষে দুর্দান্ত খেলেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
ব্যাট হাতে ২০ রান ছাড়াও বল হাতে তিন উইকেট নিয়েছেন তিনি। তবে দল জেতাতে ব্যর্থ সাকিব। তাই সব পারফর্মেন্সকে ছাপিয়ে গিয়েছে ফরহাদ রেজার বোলিং পারফর্মেন্স।