promotional_ad

শান্ত রানে ফেরায় স্বস্তিতে মাহমুদুল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রংপুর রাইডার্সের বিপক্ষে সদ্য শেষ হওয়া ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন খুলনা টাইটান্সের নাজমুল হোসেন শান্ত। ম্যাচটিতে খুলনা ৬ উইকেটে পরাজিত হলেও ৩৫ বলে ৪৮ রান করেছিলেন শান্ত।


গত পাঁচ ম্যাচে একেবারেই নিস্প্রভ ব্যাটিং করা শান্ত রানে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।



promotional_ad

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পরাজিত দলের অধিনায়ক বলেছেন, 'সে (শান্ত) গত কয়েক ম্যাচে রান পাচ্ছিলো না। অবশেষে সে রানে ফিরেছে। এটি বেশ ভালো খবর।' 


শান্ত ছাড়াও এদিন জিম্বাবুইয়ান রিক্রুট ব্র্যান্ডন টেইলর ২০ বলে ৩২ রান করেছিলেন। এই দুই ব্যাটসম্যানের ইনিংসে ভর করে ১৮১ রানের বড় পুঁজি পেয়েছিলো খুলনা। রিয়াদ বলেছেন,


'মিডল অর্ডারে শান্ত এবং ব্র্যান্ডন ভালো ব্যাটিং করেছিলো। আমি মনে করি এই উইকেটে ১৮০ রান ভালো স্কোর। এটি সহজ ছিলো না।'



রংপুরকে ১৮২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়ার পর অ্যালেক্স হেলস এবং ক্রিস গেইলের জোড়া অর্ধশতকে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিলো মাশরাফির দল। দলের বোলাররা তেমন ভালো করতে পারেনি বলেই এভাবে পরাজিত হয়েছে বলে মনে করছেন খুলনা অধিনায়ক রিয়াদ। বলেছেন,   


'আসলে ব্যাখ্যা করা কঠিন। ব্যাটসম্যানেরা তাদের কাজ করেছে। কিন্তু বোলাররা সুবিধা করতে পারেনি। তবে ক্রিস দারুণ ব্যাটিং করেছে। তারা টপ অর্ডারে বড় রান পেয়েছে।  তবে ক্রিস এবং অন্যান্য ব্যাটসম্যানেরা এটি অনেক সহজ করে দিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball