ক্রিকইনফোর বর্ষসেরা ইনিংসে দুই বাংলাদেশি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের দুটি ইনিংস জায়গা পেয়েছে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে ইনিংসের সেরা দশের তালিকায়। গত বছর সেরা ইনিংসের তালিকায় যথাক্রমে সপ্তম এবং অষ্টমে আছে মুশফিক এবং লিটনের সেঞ্চুরি।
গত বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন মুশফিক। সেই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রানের মাথায় ২টি উইকেট হারিয়ে বসেছিলো বাংলাদেশ।

এরপর তৃতীয় উইকেটের মোহাম্মদ মিঠুনের সাথে ১৩১ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে উঠিয়ে নিয়ে আসেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলকে ২৬১ রানের বড় পুঁজি এনে দিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। আর সেই কারণেই ক্রিকেটইনফোর বর্ষসেরা ইনিংসের তালিকায় উঠে এসেছে মুশফিকের নাম।
এদিকে ভারতের বিপক্ষে গত এশিয়া কাপের ফাইনালে ব্যাট হাতে কারিশমা দেখিয়েছিলেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। জাসপ্রিত বুমরাহ, যুবেন্দ্র চাহালদের বিরুদ্ধে নিজের অভিষেক শতক তুলে নিয়েছিলেন তিনি।
সেই ম্যাচে লিটনের ১২১ রানের ইনিংসের সুবাদেই ২২২ রান সংগ্রহ করতে পেরেছিলো বাংলাদেশ। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য রান করতে পারেননি। লিটনের এই বীরোচিত ইনিংসটি তাই বর্ষসেরার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ক্রিকইনফো।