promotional_ad

নতুন মিশনে ক্যারিবিয়ানরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামীকাল স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে সফরকারী উইন্ডিজরা। ইংল্যান্ডের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 


সর্বশেষ ২০১৭ সালে উইন্ডিজদের বিপক্ষে নিজেদের মাটিতে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড। তিন ম্যাচের সেই সিরিজটি ২-১ এ জিতে নিয়েছিলো স্বাগতিকরা। এবার তাই সেই গ্লানি মেটানোর সুযোগ এসেছে তাদের সামনে। 


এখন পর্যন্ত মোট ১৫৪টি টেস্ট খেলেছে দুই দল। তবে এখানে জয়ের পাল্লা ভারি উইন্ডিজদের দিকেই। ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে ৫৫ বার জয়ের মুখ দেখেছে ক্যারিবিয়ানরা। যেখানে মোট ৪৮টি টেস্টে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। আর ৫১টি ম্যাচ ড্র হয়েছে। 


অপরদিকে ঘরের মাঠে জয়ের পাল্লাটি ভারি ইংল্যান্ডেরই। নিজেদের মাটিতে মোট ৮৬টি টেস্ট খেলেছে দুই দল। যেখানে ইংল্যান্ড ৩৪ এবং উইন্ডিজ ৩০টি ম্যাচে জয় পেয়েছে। আর ড্র হয়েছে ২২টি টেস্টে। সুতরাং এই দিক থেকে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামতে যাচ্ছে জো রুটের দল।   


এদিকে আগামীকালের ম্যাচ দিয়েই দীর্ঘ প্রায় দুই বছর টেস্টে ফিরছেন উইন্ডিজ টপ অর্ডার ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে শারজাহতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি।



promotional_ad

এছাড়াও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার জন ক্যাম্পবেল। ৫৫টি প্রথম শ্রেণীর ম্যাচে তিন হার ঊর্ধ্বে রান করার পাশাপাশি ৫৬ উইকেট শিকার করা এই ক্রিকেটার থাকতে পারেন আগামীকালের একাদশে।


ক্যাম্পবেলের পাশাপাশি অভিষেকের অপেক্ষায় আছেন ডানহাতি ব্যাটসম্যান শামার ব্রুকসও। ৬৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এই ক্রিকেটার ৩৩৪৭ রান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত। সুতরাং ৩০ বছর বয়সী ব্রুকসকেও একাদশে রাখতে পারেন উইন্ডিজ নির্বাচকেরা। 


এছাড়াও শিমরন হেটমায়ার, রস্ট চেজ এবং শাই হোপরা থাকছেন অটোম্যাটিক চয়েজ হিসেবে। কারিবিয়ানদের পেস আক্রমণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ এবং কেমার রোচের মতো গতি তারকারা। আর স্পিনার হিসেবে টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় থাকতে পারেন জোমেল ওয়ারিকেন 


এদিকে ইংল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ২৫ বছর বয়সী ডানহাতি পেসার অলি স্টোন। ৩৪টি প্রথম শ্রেণীর ম্যাচে ১১৬ উইকেট শিকার করা এই বোলার এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। সুতরাং আগামীকাল তাঁকে বিবেচনায় রাখতে পারে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।


অভিষেকের দ্বারপ্রান্তে আছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় ১১ হাজার রানের মালিক জো ডেনলিও। কিটন জেনিংসের সাথে কাল ওপেনিংয়ে দেখা যেতে পারে ৩২ বছর বয়সী ডেনলিকে। এছাড়াও ইংলিশ স্কোয়াডে পেসারদের মধ্যে আছেন ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসনরা। অপরদিকে স্পেশালিষ্ট স্পিনার বলতে থাকবেন আদিল রশিদ। অলরাউন্ডার কোটায় কাল একাদশে বেন স্টোকসের সাথে থাকতে পারেন মইন আলি।    


উইন্ডিজ স্কোয়াডঃ



জ্যাসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন। 


ইংল্যান্ড স্কোয়াডঃ


জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, বেন ফোকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, আদিল রশিদ, বেন স্টোকস, অলি স্টোন, ক্রিস ওকস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball