ফরহাদ রেজার জোড়া আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্সঃ ১৩৪/৫ (১৬ ওভার)
মিরপুরের হোম অফ ক্রিকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। ম্যাচটিতে টসে জিতে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।
শান্ত-রিয়াদের হাল ধরাঃ
টেইলর ফিরলেও রানের চাকা সচল রাখার কাজটা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন শান্ত এবং অধিনায়ক রিয়াদ। দেখে শুনে খেলে দলকে একশ রানের পুঁজিও এনে দেন দুজন। কিন্তু দুজনের ৫৬ রানের জুটি ভাঙ্গেন ফরহাদ রেজা।

ইনিংসের ১৬তম ওভারে রেজাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন রিয়াদ। ২৯ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপরের বলেই রেজাকে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। তাঁর ব্যাট থেকে আসে ৪৮ রান।
শান্ত-টেইলরের জুটিঃ
পাওয়ার প্লে শেষ হওয়ার আগে দুই উইকেট হারালেও ব্রেন্ডন টেইলর এবং নাজমুল ইসলাম শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল খুলনা। বিশেষ করে টেইলর রংপুরের বোলারদের বিপক্ষে চড়াও হয়ে খেলছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩২ রানে ক্রিস গেইলকে উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
ভালো শুরু পেয়েও ব্যর্থ জুনায়েদঃ
শুরুতে আল আমিন জুনিয়র ফিরলেও জুনায়েদ সিদ্দিকি এবং ব্রেন্ডন টেইলর মিলে হাল ধরেছিলেন খুলনার পক্ষে। দুজন মিলে দেখে শুনে খেলে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে উইকেট দিয়ে বসেন এই ওপেনার।
মাশরাফির আঘাতঃ
ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আঘাত হেনেছেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা। আল আমিন জুনিয়র বাউন্ডারি হাঁকিয়ে সূচনা করলেও প্রথম ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন।
রংপুর রাইডার্স একাদশঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, নাহিদুল ইসলাম।
খুলনা টাইটান্স একাদশঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শুভাশিস রয়, নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেইলর, জহুরুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, আরিফুল হক, ডেভিড উইজে, তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, জুনায়েদ খান।