এক ইনিংসেই বর্ষসেরা অ্যারন ফিঞ্চ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি টুয়েন্টিতে বর্ষসেরা ব্যাটসম্যানের পুরষ্কার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ফিঞ্চ।


সেই ম্যাচে ১৬টি চার এবং ১০টি ছয়ের সাহায্যে মাত্র ৭৬ বলে এই রান করেছিলেন তিনি। একই সাথে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে করা নিজের ১৫৬ রানের রেকর্ডটিও ভাঙ্গতে সক্ষম হন ফিঞ্চ। 


promotional_ad

বিস্ফোরক এই ইনিংস খেলার মাধ্যমেই বর্ষসেরা ব্যাটসম্যান হিসেবে তাঁকে ভোটের জন্য মনোনীত করেছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


এরপর অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বর্ষসেরা টি টুয়েন্টি ব্যাটসম্যানের পুরষ্কার নিজের করে নিয়েছেন ফিঞ্চ। পুরষ্কার জেতার পর সেই ইনিংসটির স্মৃতিচারণ করে অজি ওয়ানডে দলপতি বলেছেন,


'এটি এমন একটি দিন ছিলো যেদিন সবকিছু আমার পক্ষে গিয়েছিলো, সুতরাং আমার নিজের রেকর্ড ভেঙ্গে ১৭২ রানের ইনিংস খেলার অনুভূতিটি দারুণ ছিলো। আমি শতক হাঁকানোর পর ধারাবাহিকভাবে রান করেছি। এটি বেশ তাড়াতাড়ি হয়েছে।' 


উল্লেখ্য এর আগে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রানের সেই ইনিংসটির সুবাদে বর্ষসেরা ব্যাটসম্যানের পুরষ্কার জিতেছিলেন অ্যারন ফিঞ্চ। এখন পর্যন্ত দেশের হয়ে মোট ৫০টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই অস্ট্রেলিয়ান। যেখানে ৩৮.৬৭ গড়ে ১৬৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball