বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রিশাভ পান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের পারফর্মেন্সের সুবাদে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পান্তের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছিলেন পান্ত। সেই সঙ্গে ইংল্যান্ডে উইকেটের পেছনে সবচেয়ে বেশি ১১টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি।

এবছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পান্তের। অভিষেকের পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
৯ টেস্টে ২ ফিফটি এবং ২ সেঞ্চুরি হাঁকিয়ে ৪৯.৭১ গড়ে করেছেন ৬৯৬ রান। টেস্টে নিজেকে পুরোপুরি ভাবে মেলে ধরলেও ওয়ানডে ফরম্যাটে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন তিনি।
এছাড়া টি-টুয়েন্টি ফরম্যাটে ১০টি ম্যাচ খেলে ১টি ফিফটি হাঁকিয়ে মোট রান করেছেন ১৫৭। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি গেল বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন পান্ত।