promotional_ad

'অন্যরকম' ইতিহাস গড়লেন কোহলি!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি আইসিসির বর্ষসেরা শীর্ষ তিন পুরষ্কার নিয়ে ইতিহাস গড়েছেন। তিনিই ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি একাধারে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন, হয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। সাথে বর্ষসেরা টেস্ট অধিনায়ক এবং বর্ষসেরা ওয়ানডে অধিনায়কও হয়েছেন তিনি।


২০১৮ সালে ১৩ টেস্ট খেলে ৫৫.০৮ গড়ে ১৩২২ রান সংগ্রহ করেছেন কোহলি। যেখানে পাঁচটি শতক আছে তাঁর। খেলেছেন ১৪ ওয়ানডে, আকাশচুম্বী ১৩৩.৫৫ গড়ে সংগ্রহ করেছেন ১২০২ রান। সীমিত ওভারের এই ফরম্যাটে ছয়টি শতক হাঁকিয়েছেন গেল বছর। পাশাপাশি ১০ টি-টুয়েন্টি খেলা এই ডানহাতি ব্যাটসম্যানের রান ২১১।



promotional_ad

আইসিসির টেস্ট এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান কোহলি। ২০১৮ সালে টেস্টে এক হাজার রান নেয়া দুই ব্যাটসম্যানের মধ্যে এবং ওয়ানডে ফরম্যাটে এক হাজার রান নেয়া তিন ব্যাটসম্যানদের মধ্যে একজন কোহলি। এছাড়া টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে দারুণ সফল বিশ্ব ক্রিকেটের এই তারকা।


আইসিসির পক্ষ থেকে এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী কোহলি। ভারতীয় দলের কাছে এর জন্য কৃতজ্ঞ তিনি। প্রধান সব পুরষ্কার পেয়ে অনেক বেশি গর্বিত কোহলি। সামনের দিনগুলোতেও এই জিনিসগুলো তাঁকে অনুপ্রেরণা জোগাবে, জানিয়েছেন তিনি। 


তাঁর ভাষায়, 'এটা অসাধারণ অনুভূতি। বছর জুড়ে কঠোর পরিশ্রমের ফল এই পুরষ্কার। আমি অনেক বেশি কৃতজ্ঞ দলের প্রতি এবং খুশি, কারণ আমার সাথে সাথে দলও ভালো করেছে। আইসিসির পক্ষ থেকে পুরস্কৃত হওয়া আপনাকে গর্বিত করবে। কারণ আপনি জানেন বিশ্বে অনেক ক্রিকেটার আছে।



'আইসিসির বেশিরভাগ পুরষ্কার পাওয়া আমার জন্য গর্বের একটি মুহূর্ত। এটা এমন একটা জিনিস যা আপনাকে আগামীতেও এই ধারা বজায় রাখার প্রেরণা জোগাবে।'


বর্ষসেরা ক্রিকেটার হয়ে গত বছরও স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন কোহলি, সেবার ওয়ানডে সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। ২০১২ সালেও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball