আরেকটি প্রথমের অপেক্ষায় তামিম ইকবাল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি টুয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান।
চলমান বিপিএলে আর মাত্র ৮৪ রান করতে পারলেই এই কীর্তি গড়তে সক্ষম হবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা তামিম। বর্তমানে ১৮৪টি ম্যাচে মোট ২৯.২৬ গড়ে ৪৯১৬ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১১৮.৬৫

তামিমের পর টি টুয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অলরাউন্ডার সাকিব আল হাসান। মোট ২৮৭টি টুয়েন্টিতে ২১.২০ গড় এবং ১২২.১৭ স্ট্রাইক রেটে ৪৬২২ রান নিয়েছেন ডাইনামাইটস অধিনায়ক।
তবে টি টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে শীর্ষে আছেন ক্যারিবিয়ান ক্রিস গেইল। মোট ৩৬২ ম্যাচ খেলে ৩৯.৩৯ গড়ে ১২১৩৪ রান সংগ্রহ করেছেন তিনি। উইন্ডিজ এই তারকার স্ট্রাইক রেট ১৪৭.৮৮।
তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতে আছেন যথাক্রমে ব্র্যান্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড এবং শোয়েব মালিক। নিউজিল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যান ম্যাককালাম ৩৬৫টি টুয়েন্টি ম্যাচে ৩০.১২ গড় এবং ১৩৬.৮৭ স্ট্রাইক রেটে ৯৮৫২ রান নিয়েছেন।
ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ড মোট খেলেছেন ৪৩৯টি ম্যাচ। যেখানে তাঁর সংগ্রহ ২৯.৯৯ গড়ে ৮৬৩৯ রান। তাঁর ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৫০.৩২। চতুর্থতে থাকা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ৩৩২ ম্যাচে ৮৩৬২ রান পেয়েছেন। তাঁর ব্যাটিং গড় ৩৬.৬৭ এবং স্ট্রাইক রেট ১২৫.২১।
পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তালিকাটিতে রয়েছেন অস্ট্রেলিয়ান হার্ডহিটার ডেভিড ওয়ার্নার। ২৫৯টি ম্যাচে ৩৫.২৬ গড় এবং ১৪২.০৭ স্ট্রাইক রেটে ৮১১১ রানের মালিক এই অজি তারকা।