মোসাদ্দেকও ম্যাচ জেতাতে পারতোঃ ফ্রাইলিঙ্ক

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল চিটাগং ভাইকিংসের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সেই লক্ষ্য এক বল হাতে রেখেই পার করেন রবার্ট ফ্রাইলিঙ্ক। কিন্তু ম্যাচ শেষে তাঁর উপলদ্ধি, ম্যাচটা জেতাতে পারতো মোসাদ্দেক হোসেন সৈকতও।
এদিনে তিনটি চারে ৩৯ বলে ৩৩ রানের দারুণ একটি কার্যকরী ইনিংস খেলেছেন মোসাদ্দেক। তিনি যখন উইকেটে আসেন তখন চার উইকেটে ৬৩ রান ছিল চিটাগংয়ের।

সেখান থেকে মোসাদ্দেক যখন রান আউট হয়ে ফিরে যান তখন দলের রান সাত উইকেটে ১১৯। দলকে জয়ের অনেক সন্নিকটে নিয়ে এসেই ফিরে গিয়েছেন মোসাদ্দেক।
আর তাই ফ্রাইলিঙ্কের প্রশংসা পাচ্ছেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ফ্রাইলিঙ্ক জানান,
'আমি উইকেটে ছিলাম এজন্যই জয় পাওয়ার সম্ভাবনা বেশি ছিল, এমনটা না আসলে। মোসাদ্দেক দারুণভাবে ব্যাটিং করছিলো। সে যদি উইকেটে থাকতো তাহলে সেও ম্যাচ জেতাতে পারতো। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। যে কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো।'
মোসাদ্দেক ফেরার পর ১০ বলে ২১ রান প্রয়োজন ছিল চিটাগংয়ের। শেষ ওভারে তিনটি ছক্কা মেরে দলকে অসাধারণ এক জয় পাইয়ে দেন ফ্রাইলিঙ্ক।