promotional_ad

ফ্রাইলিঙ্কের দুই ছক্কাতেই হেরেছে সাকিবরা

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল ঢাকা ডায়নামাইটস। শেষ ওভারে চিটাগংয়ের দরকার ছিল ১৬ রান। রবি ফ্রাইলিঙ্কের ঝড়ো ব্যাটিংয়ে ১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে চিটাগং।


শেষ ওভারে মোহর শেখকে ২টি ছক্কা ও ১টি চার হাঁকিয়েছেন ফ্রাইলিঙ্ক। ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসা শুভাগত হোম জানিয়েছেন, মোসাদ্দেক-মুশফিকের জুটি আর শেষ ওভারে ফ্রাইলিঙ্কের দুটি বড় শটেই ম্যাচ হেরেছে তারা।


'মাঝে মুশফিক-মোসাদ্দেকের জুটিতে খেলাটা লম্বা হয়ে গেছে। লাস্ট ওভারে ফ্রাইলিঙ্কের দুইটা বড় শটে খেলাটা ওদের দিকে চলে গেছে।'



promotional_ad

অভিজ্ঞ আন্দ্রে রাসেলের ১ ওভার বাকি ছিল। তার পরও সাকিব বোলিংয়ে আনেন অনভিজ্ঞ মোহর শেখকে। কিন্তু শেষ ওভারে ফ্রাইলিঙ্কের ঝড়ের সামনে দাঁড়াতেই পারেননি মোহর।


শুভাগত জানিয়েছেন, আগের তিন ওভার ভালো করায় অধিনায়ক তাকে শেষ ওভারে বোলিংয়ে এনেছিলেন। তাছাড়া, মোহর নিজেও বেশ আত্মবিশ্বাসী ছিলেন।


'মোহর শেষ তিনটি ওভার ভালো বল করেছে। আত্মবিশ্বাসী ছিল। সে কারণেই অধিনায়ক আত্মবিশ্বাসী ছিল।'


শুভাগত মনে করেন দল হিসেবে একটা কম্বিনেশন গড়তে পেরেছে চিটাগং। তাই তাদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। এটাই তাদের ভালো পারফর্মেন্স করতে সহযোগীতা করছে।



'ওদের তরুণ, এবং স্থানীয় যারা আছে তারা ভালো। একসাথে থাকতে থাকতে একটা কম্বিনেশন চলে আসছে দলে। টিম স্পিরিটটা ভালো। তাই দল হিসেবে পারফর্ম করতে পারছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball