হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি সাকিব-তামিমরা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে মঙ্গলবার সন্ধ্যার খেলায় মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। সোমবারের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হেরেছে রাজশাহী কিংসের কাছে। ঢাকা হেরেছে চিটাগং ভাইকিংসের কাছে।
তবে চিটাগংয়ের কাছে হারলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আছেই ঢাকা। অপরদিকে সাত ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

নজর থাকবে যাদের উপরঃ-
সাকিব আল হাসানঃ- চিটাগংয়ের বিপক্ষে ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। আসর যতই সামনে এগিয়ে যাচ্ছে ব্যাটে বলে ধার ততোই বাড়ছে সাকিবের।
তামিম ইকবালঃ- দল হারলেও আগের ম্যাচে দলকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। কুমিল্লার সাবেক অধিনায়কের উপরে দল অনেক বেশি নির্ভরশীল, সন্দেহ নেই।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ- সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, মোহর শেখ অন্তর, আলিস ইসলাম, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ ও ইয়ান বেল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ- ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।