দিনের সেরাঃ লরি ইভান্স

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের প্রথম সেঞ্চুরি হল গ্রুপ পর্বের ২৩তম ম্যাচে। আর সেঞ্চুরিটি করলেন ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
ইভান্সের সেঞ্চুরিতে শক্তিশালী কুমিল্লাকে ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস। একইসঙ্গে পয়েন্ট টেবিলের চার নম্বরেও উঠেছে দলটি।

৬২ বলে অপরাজিত ১০৪ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন ইভান্স। ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কার মার। তাঁর এই ইনিংসে ২০ ওভারে ১৭৬ রানের বিশাল পুঁজি পায় রাজশাহী।
দিনের আরেক ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রঙিন ছিল সাকিব আল হাসানের পারফর্মেন্স। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৪ রান করার পরে বল হাতেও চার উইকেট নিয়েছিলেন সাকিব।
কিন্তু সাকিবের দুর্দান্ত পারফর্মেন্সের পরেও উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিতে গিয়েছে চিটাগং। সব মিলিয়ে দিনের সেরা পারফর্মেন্স ছিল লরি ইভান্সের।