ব্যাটিং ডুবিয়েছে কুমিল্লাকেঃ ইমরুল

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহী কিংসের বিপক্ষে পরাজিত হয়ে হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। নিজেদের ব্যাটিং ইনিংসের বিভিন্ন জায়গায় ভালো না করায় পরাজয় নিয়ে ফিরতে হয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপে গড়া দল কুমিল্লাকে।
বিশেষ করে ১৭৭ রানের বিশাল লক্ষ্যে যে শুরুটা দরকার ছিল কুমিল্লার সেটি পায়নি দল। পাওয়ার প্লের'র ভেতরেই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালকে হারিয়েছে তারা। তামিম ২৫ রান করে ফিরলেও পরের ব্যাটসম্যানরা দলের জন্য তেমন কিছু করতে পারেননি।

মিডেল অর্ডার ব্যাটসম্যানরা ১০ থেকে ১৫ রান তুলতেই ফিরেছেন সাজঘরে, যা বেশি ভুগিয়েছে কুমিল্লাকে। শেষের দিকে এসে তো চাপেই ভেঙ্গেছে কুমিল্লা। সব মিলিয়ে দিনটা ভালো যায়নি কুমিল্লার, ম্যাচ শেষে জানিয়েছেন অধিনায়ক ইমরুল।
'দিনটি আমাদের জন্য হতাশাজনক। আমরা পাওয়ার প্লে'র পর ভালোভাবে কাজে লাগাতে পারিনি, বিশেষ করে ডেথ ওভার গুলোতে। এমন রান তাড়ায় আমাদের ভালো একটি শুরু প্রয়োজন, কিন্তু আমরা আজ তা পাইনি।
'মাঝের ওভারগুলোতেও ভালো করতে পারিনি আমরা। কিন্তু আমরা পরবর্তী ম্যাচে ভালো করতে প্রত্যয়ী,' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন তিনি।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৩৮ রানে গুঁটিয়ে গেছে কুমিল্লার ইনিংস। রাজশাহীর বিপক্ষে পরাজিত হতে হয়েছে ৩৮ রানে।