promotional_ad

ইভান্স-ডেসকাটেকে মিরাজের 'ধন্যবাদ'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৮ রানের দুর্দান্ত এই জয়ের কৃতিত্ব দুই ব্যাটসম্যান লরি ইভান্স এবং রায়ান টেন ডেসকাটেকে দিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলের বিপদে তাঁদের শতক ছাড়ানো জুটি লড়াই করার পুঁজি দিয়েছিল রাজশাহীকে। তাই দুইজনকেই ধন্যবাদ জানিয়েছেন মিরাজ।


ব্যাট হাতে ইনিংসের শুরুটা একদমই ভালো হয়নি রাজশাহীর। ২৮ রানে শাহরিয়ার নাফিস, মেহেদি মিরাজ এবং মার্শাল আইয়ুবকে হারিয়ে বিপদে ছিল রাজশাহী। সেখান থেকে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার লরি ইভান্স এবং পাঁচে নামা ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটে।



promotional_ad

দুইজনে মিলে ৮৩ বলে দলের খাতায় যোগ করেছেন ১৪৮ রান। রাজশাহীর দলীয় মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৭৬ রানের। ৬২ বলে ১০৪ রানে অপরাজিত ছিলেন ইভান্স এবং ডেসকাটে অপরাজিত ছিলেন ৪১ বলে ৫৯ রানে।


ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে মিরাজ তাঁদের দুইজনকে কৃতজ্ঞতা জানিয়ে মিরাজ বলেন, 'লরি এবং ডেসকাটেকে ধন্যবাদ, তাঁদের এমন ব্যাটিংয়ের জন্য। যা আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। আমরা শুরুতে উইকেট হারিয়েছি কিন্তু এই দুইজনের জুটিতে সন্তুষ্ট।'


শক্তিশালী বোলিং বিভাগ নিয়ে ১৭৭ রানের লক্ষ্য প্রতিরোধ করেছে রাজশাহীর বোলাররা। পাশাপাশি দুর্দান্ত ছিল রাজশাহীর ফিল্ডিং বিভাগও। সব মিলিয়ে দুর্দান্ত এই পারফর্মেন্সে সন্তুষ্ট মিরাজ।



তাঁর ভাষায়, 'আমাদের বোলাররা ভালো বল করেছে। আমাদের বোলিং বিভাগ শক্তিশালী। আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছি ক্যাচগুলো লুফে নিয়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball