দুই শতকে টেস্ট দলে প্যাটারসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান কার্টিস প্যাটারসন। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী প্যাটারসন।
২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড আগে ঘোষণা করা হলেও প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টানা দুইটি শতক হাঁকানোয় তাঁকে দলে ভিড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নিউ সাউথ ওয়েলসের ব্যাটসম্যান প্যাটারসন ওভালে অনুষ্ঠিত তিন দিনের গা গরমের ম্যাচে ১৫৭* এবং ১০২* থেকে ম্যাচ সেরা হয়েছেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪১টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৬টি শতক এবং ২৬টি অর্ধশতকে তাঁর রান ৩৮১৩।
প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৫৭, যা তিনি ১৮ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর অভিষেক ম্যাচে করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করে বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ান নির্বাচকদের নজরে ছিলেন প্যাটারসন।
'জাতীয় দল নির্বাচন কমিটি কার্টিস প্যাটারসনকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে যোগ করেছে' বলেছেন জাতীয় দল নির্বাচক ট্রেভর হন্স।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ টিম পেইন (অধিনায়ক), জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুসচেঙ্গনে, নাথান লায়ন, কার্টিস প্যাটারসন, উইল পুকোভস্কি, ম্যাট রেনশ, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, পিটার সিডল।