'বিশ্বকাপ জেতার বড় সুযোগ পাকিস্তানের'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের মে মাসে ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন এই বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার দারুণ সুযোগ রয়েছে পাকিস্তানের। সম্প্রতি স্কাই স্পোর্টের সাথে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিক।
তবে, বিশ্বকাপ জিততে হলে ভালো পারফর্মেন্সের বিকল্প দেখছেন না তিনি। তবে, এই সুযোগটাকে বড় করে দেখতে নারাজ পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

'আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে টুর্নামেন্ট জেতার। কিন্তু তার পরও 'ভালো সুযোগ' থাকা মানে বেশি কিছু না। আমরা প্রতিটি খেলায় কেমন করি এবং কিভাবে আমরা বাকি দলগুলোর সাথে পারফর্মেন্স করি এটাই নির্ধারণ করবে আমরা কতদূর যাবো।'
সামর্থ্য বিশ্বকাপ জেতাতে পারবে না বলেও মনে করেন মালিক। তাঁর বিশ্বাস পারফর্মেন্সই পারে ১৯৯২ সালের পর অধরা বিশ্বকাপ জেতাতে।
'অবশ্যই আমাদের বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে। কিন্তু সামর্থ্যই সবকিছু জেতাতে পারে না, পারফর্মেন্স পারে।'
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ ব্যাটসম্যানের মধ্যে আছেন বাবর আজম। তাছাড়া, বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে আছেন হাসান আলী। এই তারকাদের নিয়ে স্মরণীয় একটি বিশ্বকাপের অপেক্ষায় মালিক।
'আমাদের সামর্থ্যের মধ্যে, টপ ওয়ানডে বোলার এবং ব্যাটসম্যান আমাদের লাইন আপে রয়েছে এবং ব্যক্তিগত ভাবে আমি ২০১৯ সালের স্মরণিক বিশ্বকাপের অপেক্ষায় রয়েছি।'