promotional_ad

বেভান নয়, সেরা ফিনিশার ধোনিঃ চ্যাপেল

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহেন্দ্র সিং ধোনি নাকি মাইকেল বেভান, এদের মধ্যে কে সেরা ফিনিশার তা নিয়ে বিতর্কের শেষ নেই শেষ কয়েক বছরে। এবার দুই সময়ের এই দুই ক্রিকেটারের তুলনা করেছেন সাবেক অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল। চ্যাপেলের মতে, ওয়ানডে ফরম্যাটে ধোনিই সেরা ফিনিশার।


ব্যাটিংয়ে ধার আরও বাড়ানোর কারণে এবং টি-টুয়েন্টি ক্রিকেট খেলায় সাবেক অজি ফিনিশার বেভান থেকে অনেক বেশি এগিয়ে ধোনি, মনে করছেন চ্যাপেল। ক্রিকইনফোর কলামে তিনি লিখেছেন,



promotional_ad

''ব্যাটিংয়ে আরও বেশি উন্নতি করায় এবং টি-টুয়েন্টি ক্রিকেট খেলার কারণে ধোনি বেভান থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। এই বিষয়ে বিতর্ক থাকা উচিত নয়। ওয়ানডে ক্রিকেটে ধোনিই সেরা ফিনিশার।'


এছাড়া স্নায়ু নিয়ন্ত্রণের দিক থেকেও ধোনিকে এগিয়ে রাখছেন চ্যাপেল। ৩৭ বছর বয়সে ধোনির ফিটনেস মুগ্ধ করেছে চ্যাপেলকে। তিনি আরও লিখেছেন,


'স্নায়ু নিয়ন্ত্রণ সামলাতে ধোনির মতো ক্রিকেটার খুব কমই আছে। অনেক উত্তেজনার ম্যাচেও ধোনি পাওয়ারফুল শট খেলে জিতিয়েছে। কঠিন পরিস্থিতিতে তাঁর মস্তিস্ক এখনও দারুণ কাজ করে।



'বেভান অনেক ম্যাচেই চার হাঁকিয়ে দল জিতিয়েছে, যেখানে ধোনি নিয়মিতই ছয় হাঁকিয়ে দল জেতায়। রানিং বিটুইন দ্যা উইকেটে বেভানকে আপনি এগিয়ে রাখতে পারেন, কিন্তু ৩৭ বছর বয়সে ধোনিও দ্রুতগতির ক্রিকেটারদের একজন।'


উল্লেখ্য, কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক ছিলেন ধোনি। তিন ম্যাচে করেছিলেন যথাক্রমে ৫১, ৫৫* এবং ৮৭* রান। হয়েছিলেন সিরিজ সেরাও। দুর্দান্ত ফিনিশিং দেওয়ায় সিরিজের পর নতুন করে আবারও আলোচনায় আসেন ধোনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball