ইংল্যান্ডের যুবদল এখন ঢাকায়

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজ খেলার জন্য ঢাকায় এসেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রবিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে তাঁরা।
এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে তাঁরা তিনটি ওয়ানডে, দুটি চারদিনের টেস্ট ম্যাচ এবং একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

সবগুলো ম্যাচই পাবে যুবদলের আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি। ২৭ জানুয়ারি কক্সবাজারে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। এরপরে কক্সবাজারেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি। এরপরে দুই দল চট্টগ্রামে যাবে। সেখানে খেলবে দুটি চারদিনের টেস্ট ম্যাচ।
প্রথম ম্যাচটি অনুস্থিত হবে ৭-১০ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ম্যাচটি ১৫-১৮ ফেব্রুয়ারি। এরপরে ১৯ ফেব্রুয়ারি নিজ দেশে ফেরার কথা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের।