promotional_ad

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন প্রদীপ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না লঙ্কান পেসার নুয়ান প্রদীপের। হ্যামস্ট্রিংয়ের চোটে অজিদের বিপক্ষে এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।


রবিবার একথা জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। গত বৃহস্পতিবার হোবার্টে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন প্রদীপ। এদিন হ্যামস্ট্রিংয়ের চোটে মাত্র দুই ওভার বল করতে পেরেছেন প্রদীপ।



promotional_ad

এরপর চোট নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। স্ক্যানের রিপোর্ট হাতে আসার পর এই পেসারের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।  নিয়মিত ইনজুরির কারণে টেস্ট ফরম্যাটে অনিয়মিত প্রদীপ।


তিনি লঙ্কানদের হয়ে সবশেষ ২০১৭ সালে টেস্ট খেলেছিলেন। এতদিন পর আবারও টেস্ট খেলার সুযোগ এসেছিল তাঁর সামনে। অবশ্য ইনজুরি তাঁর সেই সুযোগও হাতছাড়া হয়ে গেছে তাঁর। 


শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রদীপের ইনজুরি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা দলের জন্য।



দলের আরেক ব্যাটসম্যান কুশাল পেরেরাও প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তাকে ফিট ঘোষণা করেছে লঙ্কান বোর্ড। অজিদের বিপক্ষে লঙ্কানদের টেস্ট সিরিজ শুরু ২৪ জানুয়ারি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball