ডায়নামাইটসের জয়রথ চলছেই

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট পর্ব। সিলেট ঘুরে আবারও ঢাকায় সাতটি দল। আর এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ঢাকার মোট পয়েন্ট দশ। তালিকার দ্বিতীয় স্থানে আছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। পাঁচ ম্যাচে চার জয়ে তাঁদের পয়েন্ট আট।

ছয় ম্যাচে ভাইকিংসের সমান জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয়তে আছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগং থেকে রানরেটের ব্যবধানে পিছিয়ে আছে তাঁরা।
পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। সাত ম্যাচে তিন জয় নিয়ে তাঁদের পয়েন্ট ছয়। রংপুরের সমান জয় মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস পেয়েছে ছয়টি ম্যাচ খেলে।
তবে রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তাঁরা। পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। সাত ম্যাচে মাত্র দুটি জয় তাঁদের।
মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স আছে পয়েন্ট তালিকার একদম তলানিতে। সাত ম্যাচে তাঁদের প্রাপ্য জয় মাত্র একটি!