সোহানের শিক্ষক গিলক্রিস্ট- ধোনি, পাঠশালা ইউটিউব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট এবং মহেন্দ্রা সিং ধোনিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। একই সাথে ইউটিউবে নিয়মিত উইকেটকিপিংয়ের ভিডিও দেখে হাত পাকিয়েছেন তিনি।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এখন পর্যন্ত সর্বোচ্চ ডিসমিসালের মালিক সোহান। এখন পর্যন্ত ৬টি ম্যাচে ৭টি ক্যাচ সহ ৩টি স্ট্যাম্পিং করেছেন তিনি। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে সোমবারের ম্যাচে মাঠে নামার আগে ঢাকা ডাইনামাইটসের এই উইকেটরক্ষক জানিয়েছেন নিজের সাফল্যের রহস্য,

'আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি। আমার ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে। আমি উনার ভিডিওগুলো দেখি। আগে গিলক্রিস্ট যখন খেলত ওনারটা ফলো করতাম।'
ইউটিউবে নিয়মিত উইকেট কিপিংয়ের ভিডিও দেখে অনুশীলন চালিয়ে যাওয়ার পক্ষে ২৫ বছর বয়সী সোহান। তাঁর বিশ্বাস খারাপ সময়ে নিয়মিত অনুশীলন করতে পারলে ঠিকই ফর্ম ফিরে পাওয়া সম্ভব। সোহানের ভাষায়,
'আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে যাবে। সেটাই সবচেয়ে বড় কথা। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়।'
উল্লেখ্য সোমবার বিপিএলের ২৪তম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে খেলতে নামবে সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটস। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে দুই দল।