promotional_ad

রাজশাহীর বিপক্ষে ফিরছেন বিধ্বংসী লুইস?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চিটাগাং ভাইকিংসের বিপক্ষে বিপিএলের ১৪তম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন কুমিল্লার হার্ডহিটার ব্যাটসম্যান এভিন লুইস। এরপর টানা দুটি ম্যাচে খেলা হয়নি তাঁর। তবে কুমিল্লা শিবিরে সুখবর হলো রাজশাহীর বিপক্ষে সোমবারের ম্যাচটি দিয়ে আবারও মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে লুইসের।


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার জিয়াউর রহমান ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে কথা বলেছেন লুইসের ফিটনেস প্রসঙ্গে। বর্তমানে এই ক্যারিবিয়ান ভালো অবস্থানে আছে উল্লেখ করে জিয়াউর বলেছেন, 'লুইস আবার ফিট হয়েছে। এখন ভালো অবস্থানে আছে।' 


প্রথম দুটি ম্যাচে পরাজয়ের পর টানা চারটিতে জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয়তে অবস্থান করছে তামিম, ইমরুলদের কুমিল্লা। আর সেই কারণে সোমবার মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা। ভুল এবং ঘাটতিগুলো শুধরে লড়াইয়ে নামার প্রত্যয় দলটির। জিয়াউরের ভাষ্যমতে, 



promotional_ad

'আমরা দুইটি ম্যাচ হেরে পর পর চারটি ম্যাচ জিতেছি। শেষ ম্যাচ জেতার পর (খুলনার বিপক্ষে) আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আমাদের যেই ঘাটতি ছিল সেগুলো পূরণ করে আবার খেলার চেষ্টা করবো।' 


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের আসরে খেলছেন শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটাররা। সুতরাং সবমিলিয়ে দলটির কম্বিনেশন যথেষ্ট ভালো বলে বিবেচনা করেছেন জিয়াউর।


টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'সবমিলিয়ে আমাদের দলটি খুবই ভালো। এত সুন্দর দল বানানোর জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।'


কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াডঃ



তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালাম খেইল, আমির ইয়ামিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball