promotional_ad

শীর্ষ পাঁচে মুশফিক, জুনায়েদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন দুই বাংলাদেশি জুনায়েদ সিদ্দিকি এবং মুশফিকুর রহিম। ৭ ম্যাচে ২৯ গড়ে ২০৩ রান সংগ্রহ করেছেন খুলনা টাইটান্সের জুনায়েদ। ১৪২.৯৫ স্ট্রাইক রেটে খেলা এই ব্যাটসম্যান একটি অর্ধশতক হাঁকিয়েছেন।


অপরদিকে চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকের সংগ্রহ ৫টি ম্যাচে ১৯১ রান। তাঁর ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট যথাক্রমে ৩৮.২০ ও ১৩৯.৪১। হাঁকিয়েছেন ২টি অর্ধশতক। 



promotional_ad

তবে শীর্ষ  তিনটি স্থানই দখলে রেখেছেন বিদেশিরা। এখন পর্যন্ত ৭টি ম্যাচে ৮৭.২৫ গড়ে ৩৪৯ রান নিয়ে সবার ওপরে অবস্থান রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রাইলি রুশোর। ১৪৪.২১ স্ট্রাইক রেটে খেলা এই দক্ষিণ আফ্রিকান অর্ধশতক হাঁকিয়েছেন ৪টি। 


রুশোর পর দ্বিতীয়তে অবস্থান সিলেট সিক্সার্সের ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরানের। ৪৮.৮০ গড়ে ৭টি ম্যাচ খেলে ২৪৪ রান সংগ্রহ করেছেন তিনি। ১৫৫.৪১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পুরান। তাঁর রয়েছে ২টি অর্ধশতক।


কনুইয়ের ইনজুরির কারণে বিপিএল শেষ হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নারও ছিলেন দারুণ ফর্মে। তিন নম্বরে থাকা সিলেট সিক্সার্সের অধিনায়ক ৭ ম্যাচে ৩৭.১৬ ইকোনমি এবং ১৩১.১৭ স্ট্রাইক রেটে ২২৩ রান সংগ্রহ করেছেন। যেখানে তিনি হাঁকিয়েছেন ৩টি অর্ধশতক। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball