শীর্ষ পাঁচে মুশফিক, জুনায়েদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের সিলেট পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন দুই বাংলাদেশি জুনায়েদ সিদ্দিকি এবং মুশফিকুর রহিম। ৭ ম্যাচে ২৯ গড়ে ২০৩ রান সংগ্রহ করেছেন খুলনা টাইটান্সের জুনায়েদ। ১৪২.৯৫ স্ট্রাইক রেটে খেলা এই ব্যাটসম্যান একটি অর্ধশতক হাঁকিয়েছেন।
অপরদিকে চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকের সংগ্রহ ৫টি ম্যাচে ১৯১ রান। তাঁর ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট যথাক্রমে ৩৮.২০ ও ১৩৯.৪১। হাঁকিয়েছেন ২টি অর্ধশতক।

তবে শীর্ষ তিনটি স্থানই দখলে রেখেছেন বিদেশিরা। এখন পর্যন্ত ৭টি ম্যাচে ৮৭.২৫ গড়ে ৩৪৯ রান নিয়ে সবার ওপরে অবস্থান রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রাইলি রুশোর। ১৪৪.২১ স্ট্রাইক রেটে খেলা এই দক্ষিণ আফ্রিকান অর্ধশতক হাঁকিয়েছেন ৪টি।
রুশোর পর দ্বিতীয়তে অবস্থান সিলেট সিক্সার্সের ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরানের। ৪৮.৮০ গড়ে ৭টি ম্যাচ খেলে ২৪৪ রান সংগ্রহ করেছেন তিনি। ১৫৫.৪১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পুরান। তাঁর রয়েছে ২টি অর্ধশতক।
কনুইয়ের ইনজুরির কারণে বিপিএল শেষ হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নারও ছিলেন দারুণ ফর্মে। তিন নম্বরে থাকা সিলেট সিক্সার্সের অধিনায়ক ৭ ম্যাচে ৩৭.১৬ ইকোনমি এবং ১৩১.১৭ স্ট্রাইক রেটে ২২৩ রান সংগ্রহ করেছেন। যেখানে তিনি হাঁকিয়েছেন ৩টি অর্ধশতক।