উইকেট শিকারে আধিপত্য তাসকিনের

ছবি: তাসকিন আহমেদ

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট পর্ব শেষে সোমবার (২১শে জানুয়ারি) আবারও ঢাকায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ।
এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ১৪টি উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তাঁর ইকোনমি রেট ৮.৮৭। রংপুর রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে ৪২ রানে ৪ উইকেট শিকার করেছিলেন ২৩ বছর বয়সি এই পেসার।

তাসকিনের পর দ্বিতীয়তে অবস্থান করছেন শফিউল ইসলাম। রংপুর রাইডার্সের এই পেসার ৮.২৩ ইকোনমি রেটে ৭ ম্যাচে ১৩ উইকেট নিজের দখলে নিয়েছেন। ১৬ই জানুয়ারি সিলেটের বিপক্ষে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
তালিকার তৃতীয় এবং চতুর্থতে আছেন মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মাত্র ৬.৯৬ ইকোনমি রেটে ৭ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন। ৮ই জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ১১ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং।
ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানও বল হাতে দারুণ উজ্জ্বল এবারের বিপিএলে। ৬ ম্যাচে ১০ উইকেট শিকার করা এই টাইগার অলরাউন্ডারের বোলিং ইকোনমি ৭.৬৬। সিক্সার্সদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন সাকিব।
সেরা উইকেট শিকারিদের তালিকার পঞ্চমে আছেন চিটাগাং ভাইকিংসের প্রোটিয়া অলরাউন্ডার রবার্ট ফ্রাইলিঙ্ক। মোট ৪টি ম্যাচ খেলে ৭.৫৬ রেটে ৯ উইকেট শিকার করেছেন তিনি। রাইডার্সদের বিপক্ষে ৫ই জানুয়ারির ম্যাচে ১৪ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং এবারের আসরে।