promotional_ad

ছক্কার অর্ধশতকে 'প্রথম' সাব্বির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে একেবারেই জ্বলে উঠতে পারছিলেন না সিলেট সিক্সার্সের ব্যাটসম্যান সাব্বির রহমান। প্রথম ছয় ম্যাচে তাঁর ইনিংস ছিলো যথাক্রমে ৭,০,১২,৬, ২০ এবং ১১। তবে এরপরেও তাঁর ওপর আস্থা রেখেছিলো সিক্সার্স টিম ম্যানেজমেন্ট।


আর সেই আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছেন সাব্বির। শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে ৫১ বলে ৮৫ রানের বিস্ফোরক একটি ইনিংস খেলেছেন তিনি। হাঁকিয়েছেন ৬টি ছয় এবং ৫টি চার। দারুণ এই ইনিংসটি খেলার পথে ছক্কার অর্ধশতকেও নাম লিখিয়েছেন সাব্বির।



promotional_ad

বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। বর্তমানে বিপিএল আসরে এই সিক্সার্স তারকার ছয়ের সংখ্যা ৫৫টি। বিপিএলে ৬৯টি ম্যাচে ১২৬২ রান করা সাব্বির সর্বোচ্চ ছয় হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয়তে অবস্থান করছেন।


তাঁর ওপরে রয়েছেন শুধুমাত্র ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইল। এখন পর্যন্ত ৩১টি বিপিএল ম্যাচ খেলা এই ক্যারিবিয়ান হাঁকিয়েছেন ১১০টি ছয় এবং রান করেছেন ১১৭৪। তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে যথাক্রমে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয় এবং মুশফিকুর রহিম।


মোট ৭০টি ম্যাচে ১৫৫১ রান সংগ্রহ করা খুলনার অধিনায়ক রিয়াদের ছয় সংখ্যা ৪৯টি। যেখানে চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা বিজয় বিপিএলে মোট ৬৪টি ম্যাচে হাঁকিয়েছেন ৪৬টি ছয়। তাঁর রান সংখ্যা ১২২৭।



আর পঞ্চমে থাকা টাইগার উইকেটরক্ষক মুশফিক ৬৩টি ম্যাচে হাঁকিয়েছেন ৪৬টি ছয়। চিটাগাং ভাইকিংসের এই অধিনায়কের মোট সংগ্রহ ১৫৪৮ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball