আবারও ঢাকায় ফিরছে বিপিএল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
নিজেদের সর্বশেষ দেখায় জয়ের দেখা পেয়েছিলো কুমিল্লা। কিংসদের ৫ উইকেটে পরাজিত করেছিলো তারা সেই ম্যাচে। সুতরাং আগামীকালের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়ে থেকেই খেলতে নামবে ভিক্টোরিয়ান্সরা।
এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪টিতেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা। বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয়তে অবস্থান তাদের। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ৩টিতে জয়ের মুখ দেখেছে মিরাজদের কিংসরা। তাঁদের অবস্থান পঞ্চমে। ফলে আগামীকাল পিছিয়ে থেকেই খেলতে হবে তাদের।
নজর থাকবে যাদের ওপরঃ
তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)-

প্রথম পাঁচ ম্যাচে ব্যাট হাতে খুব বেশি ভালো পারফর্ম করতে পারেননি ভিক্টোরিয়ান্স ওপেনার তামিম ইকবাল। তবে শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ৪২ বলে ৭৩ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন তিনি। হাঁকিয়েছেন ১টি ছয় এবং ১২টি চার।
কুমিল্লার ৩ উইকেটের জয়ে??? পেছনে মূল ভূমিকা ছিলো টাইগার এই ব্যাটসম্যানের। ম্যাচ সেরা পুরষ্কারটিও নিজের করে নিয়েছিলেন তামিম। আগামীকাল রাজশাহীর বিপক্ষেও তাঁর ব্যাটে চেয়ে থাকবে কুমিল্লা।
আরাফাত সানি (রাজশাহী কিংস)-
ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন কিংস স্পিনার আরফাত সানি। ৪ ওভার বোলিং করে ১ মেইডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
পাশাপাশি দলকে ২০ রানের জয় এনে দেয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সানি। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই স্পিন তারকা। আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াডঃ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালাম খেইল, আমির ইয়ামিন।
রাজশাহী কিংস স্কোয়াড-
শাহরিয়ার নাফীস, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।