হাফিজ, ইমামের ব্যাটে সিরিজে এগিয়ে পাকিস্তান

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৫ উইকেটের জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত এই ম্যাচে প্রোটিয়াদের ছুঁড়ে দেয়া ২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তানিরা।
সফরকারীদের জয়ের পেছনে মূল কৃতিত্ব ছিলো ওপেনার ইমাম-উল হক এবং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। ১০১ বলে ৮৬ রানের ইনিংস এসেছে ইমামের ব্যাট থেকে। যেখানে ৬৩ বলে ৭১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ হাফিজ। এছাড়াও ৪৯ রানের আরেকটি ইনিংস এসেছে বাবর আজমের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ ওভার বোলিং করে ৭৩ খরচায় ২ উইকেট শিকার করেছেন পেসার ডুয়াইন অলিভিয়ের। আর একটি করে উইকেট নিতে পেরেছেন আন্দাইল ফেহলুকায়ো, ইমরান তাহির এবং রিজা হেন্ডরিক্স।

ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত একটি শতক হাঁকিয়েছিলেন প্রোটিয়া ওপেনার হাশিম আমলা। ১২০ বলে ১০৮ রানের অপরাজিত ছিলেন তিনি। রাসি ভ্যান ডার ডুসেনও ৯৩ রানের দারুণ ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৬৬ রান সংগ্রহ করেছিলো দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানে পক্ষে একটি করে উইকেট পেয়েছিলেন হাসান আলি এবং শাদাব খান। হাসান ১০ ওভারে ৪২ এবং শাদাব ৪১ রান খরচ করেছেন। ৭১ রানের অপরাজিত ইনিংস খেলার কল্যাণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাফিজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকাঃ ২৬৬/২ (৫০ ওভার) (আমলা-১০৮*, ভ্যান ডার ডুসেন- ৯৩; হাসান-১/৪২, শাদাব-১/৪১)
পাকিস্তানঃ ২৬৭/৫ (৪৯.১ ওভার) (ইমাম-৮৬, হাফিজ- ৭১*; অলিভিয়ের-২/৭৩, হেন্ডরিক্স- ১/১৩)
ফলাফলঃ পাকিস্তান ৫ উইকেটে জয়ী