দুর্ঘটনা থামাতে পারেনি ইয়াসিরকে

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে ইয়াসির আলী চৌধুরী রাব্বির নাম সবসময়ই ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত। ঘরোয়া ক্রিকেটে দুই বছর আগে থেকেই রান করে যাচ্ছিলেন তিনি।
কিন্তু দারুণ ফর্মে থাকা ইয়াসির থেমেছিলেন দুর্ঘটনার শিকার হয়ে। রিক্সা করে বাসায় ফেরার পথে সিএনজির ধাক্কায় আহত হয়ে থেমে যায় তাঁর ক্যারিয়ারের চারটি মাস।
এরপরে অবশ্য বিসিএল আর ইমার্জিং কাপে খেলেছেন। খেলছেন বিপিএলেও। শনিবারের ম্যাচে খুলনার বিপক্ষে খেলেছেন ৩৬ বলে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। এছাড়া আগের খেলা দুইটি ম্যাচে যথাক্রমে ৪১ ও ৪ রান করেছিলেন তিনি।

বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা ইয়াসির শনিবারের ম্যাচ শেষে নিজের দুর্ঘটনা প্রসঙ্গে জানান, 'ঐ দুর্ঘটনাকে আমার জীবনের একটি কালো অধ্যায় বলতে পারেন। চার মাস আমি ক্রিকেট থেকে অনেক দূরে ছিলাম। ঐ সময়ে আমি অনেক ভেঙে পড়ি।'
'ঐ সময়ে 'এ' দলের সফর ছিল। শ্রীলংকা বাংলাদেশে এসেছিলো, আয়ারল্যান্ডে সফর ছিল। আমি মিস করেছি এগুলো। যেহেতু এর আগে ভালো খেলেছি, আশা ছিল। এই সময়ে আমার বাবা-মা পাশে দাঁড়ায়। চার মাস বাইরে ছিলাম, এখন সামনে অনেক খেলা। আশা করি ফিরবো।'
এই চার মাসে 'এ' দল খেলেছে দুটো সিরিজ। আয়ারল্যান্ডে সফর ছিল 'এ' দলের। এছাড়া দেশে এসেছিলো শ্রীলংকা 'এ' দল। আর সুস্থ না থাকায় দুটো সিরিজই মিস করতে হয় ইয়াসির আলীকে। তবে ইনজুরি থেকে ফিরে আরও দুর্দান্ত খেলছেন ইয়াসির।
সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন ২২ বছর বয়সী এই তরুণ। চার ম্যাচে করেছেন যথাক্রমে ২০, ৪৫, ৫৬ ও ৬৬ রান।
এছাড়া বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন মাত্র ৪টি ম্যাচ খেলে। দুটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরির সহায়তায় করেছিলেন ১০৪ গড়ে ৪১৬ রান।